logo ২২ এপ্রিল ২০২৫
ওয়াটা কেমিক্যালসের ঋণমান বিবিবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জানুয়ারি, ২০১৬ ১১:৩০:৩২
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘বিবিবি’ (BBB) ঋণমান অর্জন করেছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির এ মান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি জানিয়েছে, স্বল্প মেয়াদে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) তাদের মান নির্ধারণ করেছে ইসিআরএল-৩ (ECRL – 3)


প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালে সমাপ্ত হিসাব বছরে ওয়াটা কেমিক্যাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৩২ পয়সা।


(ঢাকাটাইমস/৪জানুয়ারি/জেএস)