ডিএসইর নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা জিয়াউল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৫:৫৪
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে মো. জিয়াউল করিম যোগদান করেছেন।
ডিএসইতে যোগদানের পূর্বে তিনি ফাইবার@হোম লিমিটেডের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি গতকাল রবিবার নতুন কর্মস্থলে যোগদান করেন।
আজ সোমবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ণাঢ্য শিক্ষা জীবনের অধিকারী জিয়াউল করিমের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন বিষয়ে বিশেষ জ্ঞান ও কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি সম্পন্ন করেন। এছাড়াও তিনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন।
জিয়াউল করিম ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় ২৪ বছর দক্ষতা ও সাফল্যের সাথে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এইচআর/জেবি)