বিও হিসাবে এনভয়, অলিম্পিক এবং বেঙ্গল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৬ ১২:৪২:০৭
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ এবং বেঙ্গল উইন্ডসরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ৫ জানুয়ারি মঙ্গলবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এনভয় টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকী ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
গত ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
গত ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/জেএস)