ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। বুধবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬.৩৬ পয়েন্ট। বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৬৯.৬১ পয়েন্টে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। দরবৃদ্ধির শীর্ষে রয়েছে মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস। ৯.৩২ শতাংশ দর বেড়ে এ কোম্পানিটির শেয়ার ২৫.৮ টাকায় লেনদেন হচ্ছিল। দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ৭.৬৯ শতাংশ বেড়ে ৫.৬ টাকায়, তৃতীয় স্থানেথাকা গোল্ডেন হার্ভেস্টের দর ৭.৪৬ শতাংশ বেড়ে ২৫.৯ টাকায় লেনদেন হচ্ছিল। দরবৃদ্ধিতে এরপর রয়েছে-বিডি থাই, এমারল্ড অয়েল, ন্যাশনাল টি কোম্পানি।
এদিকে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েই চলছে। বুধবার প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৩১ কোটি ১৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। ১৪ কোটি ২১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো। তৃতীয় স্থানে থাকা এমারল্ড অয়েলের লেনদেনের পরিমাণ হচ্ছে ১৪ কোটি ১৩ লাখ ৫৯ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে-ইফাদ অটোস, বিডি থাই, কেডিএস এক্সেসরিজ।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৪৩.২৭ পয়েন্ট বেড়ে ৮৬৮১.৮২ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
(ঢাকাটাইমস/৬জানুয়ারি/জেডএ)