logo ০৮ আগস্ট ২০২৫
এস আলম কোল্ড রোল্ডের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জানুয়ারি, ২০১৬ ১২:৫০:৫১
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।


কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।


কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে  ১ টাকা ২৩ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৬ পয়সা।


কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মার্চ ২০১৬ সালে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জানুয়ারি।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেএস)