logo ২২ এপ্রিল ২০২৫
ইস্টার্ন কেবলসের এজিএম ২৩ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জানুয়ারি, ২০১৬ ১২:৪৬:০৮
image

ঢাকা: চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কারখানা প্রাঙ্গণে ২৩ জানুয়ারি বেলা ১১টায় ইস্টার্ন কেবলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রকৌশল খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ হিসাব বছরে শেয়ারপ্রতি ৩ টাকা ৩৬ পয়সা মুনাফা (ইপিএস) করেছে ইস্টার্ন কেবলস। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩০ টাকা ২৭ পয়সা।


এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, যা আগের বছরের একই  সময়ে ছিল মাত্র ২ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ টাকা ৯৩ পয়সা।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)