logo ২২ এপ্রিল ২০২৫
ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জানুয়ারি, ২০১৬ ১৮:১৮:১৭
image

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি টাকা।


ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি টাকার। যা গতকালের তুলনায় ৪৬ কোটি টাকা বা  ৮ দশমিক ৭৫ শতাংশ বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি টাকার শেয়ার।


এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৭ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিডি থাই, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিবিএস, এমারেল্ড অয়েল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, আইটিসি, বেক্সিমকো এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।


(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেবি)