মেঘনা পেট্রোলিয়ামের এজিএম ২০ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জানুয়ারি, ২০১৬ ১৩:১৩:৩৫
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ২০ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের কাছে হল-২ এ এজিএম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়াম শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫১ পয়সা।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেএস)