দর বাড়ার কারণ নেই ঢাকা ডায়িংয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৬ ১১:৪০:৪২
ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৬ পয়সা থেকে ১৯ টাকা ৬ পয়সা পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি)