logo ২২ এপ্রিল ২০২৫
১০টি মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা বুধবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জানুয়ারি, ২০১৬ ০০:৫১:২৯
image



ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা আজ বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।






ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।






এগুলো হচ্ছে আইসিবি সোনালি ১, আইএফআইএল ইসলামিক ১, আইসিবি এমসিএল থার্ড এনআরবি, ফনিক্স ফাইনেন্স ফার্স্ট, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ড মউচুয়াল ফান্ড ১, আইসিবি এএমসিএল ২, আইসিবি এমসিএল সেকেন্ড এনআরবি, আইসিবি এমসিএল ফার্সট এনআরবি এবং প্রাইম ফাইনেন্স ফার্সট মউচুয়াল ফান্ড।






সভায় ৯টি কোম্পানির ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ১টির  নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে।






১০টি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনায় আছে  আইসিবি আ্যসেট ম্যানেজমেন্ট কোম্পানি।






(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/জেবি)