logo ২২ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৯:২৯
image



ঢাকা: পরপর দুই দিন ঊর্ধ্বগতির ধারায় থাকার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৮ কোটি টাকার শেয়ার। দুই বাজারেই কমেছে লেনদেন।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।






ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৭ পয়েন্টে।






টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা,  শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আইটিসি, এ্যাপেক্স ফুডস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।






একইসঙ্গে এদিন সিএসই সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।






(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/জেবি)