logo ২২ এপ্রিল ২০২৫
পদত্যাগ করেছেন বিএসইসি কমিশনার আরিফ খান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জানুয়ারি, ২০১৬ ২০:৩৯:১৪
image



ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন।






স্বাস্থ্যগত সমস্যার কারণে বুধবার তিনি পদত্যাগ করেছেন বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন।






তিনি বলেন, ‘স্যার দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েছিলেন। ইদানীং স্যারের হাঁটতে কষ্ট হচ্ছে। তাই তিনি পদত্যাগ করেছেন।’






আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে।






(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমআর)