অনভিজ্ঞদের চাকরি দেবে আইএফআইসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪৬:৪৪
ঢাকা: আইএফআইসি ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কিছু জনবল নিয়োগ দেবে। এর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
যোগ্যতা
স্নাতকসহ স্নাতকোত্তর, বিবিএ, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, এসিএমএ, এসিএ অথবা এসিসিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে।
কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। ১৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হলেই আবেদন করা যাবে পদটিতে।
বেতন ও কর্মস্থল
প্রবেশনকালীন বেতন দেয়া হবে ৪৫ হাজার ১২০ টাকা। এক বছর প্রবেশনকাল শেষে প্রার্থীদের সিনিয়র অফিসার পদে উন্নত করা হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের
(http://career.ificbankbd.com/apply.php?circular_key=2d70cb806e81176a099e8425c799024a) মাধ্যমে। পদটিতে আবেদন করা যাবে ১৩ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/জেবি)