logo ২২ এপ্রিল ২০২৫
দরপতনে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৭:৩৮
image



ঢাকা: দরপতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শেষ হয়েছে। চলতি সপ্তাহে বেশির ভাগ কার্যদিবসেই লেনদেন হয়েছে নিম্নমুখী ধারায়। টানা আটদিন দরপতনের পর মাঝে দুই দিন চাঙা ছিল পুঁজিবাজার। পরে আবার পতনের ধারায় ফিরে যায়।






আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে আজ দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৪২ কোটি ৪৫ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭২ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।






আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি শেয়ার দর।






ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে চার হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪২ পয়েন্টে।






টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।






বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।






(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/জেবি)