ভাইকে ‘হত্যার হুমকি’, বোনকে ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:১৪:৫৬

নারায়ণগঞ্জ : জেলার আড়াইহাজারে ছোট ভাইকে ‘হত্যার হুমকি’ দিয়ে এসএসসি পরীক্ষার্থী বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আড়াইহাজার উপজেলার সত্যবান্দি মোল্লা পাড়া এলাকায় ২৯ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার মেয়েটি নিজেই নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেছেন। বৃহস্পতিবার দায়ের করা এই পিটিশনে ‘ধর্ষক’ স্বপন ও তার বাবা, মা, ভাই-বোনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা জজ ও শিশু আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী বাদীর আবেদন গ্রহণ করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী শাহ্ মাজহারুল হক (মাজহার) ও তার জুনিয়র আইনজীবী আব্দুল মান্নান পিটিশনের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজার উপজেলার সত্যবান্দি মোল্লা পাড়া এলাকায় এসএসসি পরীক্ষার তিন দিন আগে ২৯ জানুয়ারি রাতে নিজ বাড়িতে ছোট ভাইকে হত্যার ‘হুমকি’ দিয়ে এসএসসি পরীক্ষার্থী বড় বোনকে ‘ধর্ষণ’ করে একই এলাকার আজিজের ছেলে স্বপন।
তিনি জানান, ধর্ষিতার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসী। ঘটনার সময় তার মা ছিলেন পাশের বাড়িতে। এই সুযোগে এসে স্বপন হুমকি দিয়ে তাকে ‘ধর্ষণ’ করে।
পরে ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এসে স্বপনকে আটক করে। পরে স্বপন তাকে ‘বিয়ে করার প্রস্তাব দেয়’ বলে ভিকটিম অভিযোগ করেছেন বলে জানান মাজহারুল।
তিনি জানান, ভিকটিমের পরিবার স্বপনের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের এ বিষয়ে অভিযোগ জানান।
কিন্তু তাতে ‘ক্ষিপ্ত’ হয়ে স্বপনের বাবা আজিজ, মা হালিমা, ভাই শাহিন ও বোন হাসনা স্থানীয় লোকজনসহ ভিকটিমের পরিবারের উপর ‘হামলা’ চালিয়েছে বলে ভিকটিম অভিযোগ করেন।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)