ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই
ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫৫:৩২
ফেনী: ফেনীতে প্রকাশ্যে দিবালোকে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা পৌনে একটার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউসিবিএল ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য দুপুরের দিকে তিনি বাসা থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত ডান পায়ে গুলি করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এমআর)