logo ২২ এপ্রিল ২০২৫
বিকাশ এজেন্টকে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৬ ১২:৫৩:৪৫
image



ঢাকা: রাজধানীর হাজারীবাগে অনিক হোসেন নামে ২০ বছর বয়সী এক বিকাশ এজেন্টকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্ব‍ৃত্তরা।






মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জব্বার স্টোরে বিকাশ এজেন্ট অফিসে এ ঘটনা ঘটে।






জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে তিন যুবক বিকাশের দোকানে আসে। পরে অনিককে গুলি করে দোকানে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।






গুলিটি অনিকের ডান পায়ে লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।






(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এমআর)