শ্লীলতাহানি: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৪:৩৭

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর রায়সহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন এক নারী।
আজ বুধবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের হয়। মোহাম্মদ শফিউল আজম এদিন আংশিক শুনানি শেষে বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।
মামলার অপর আসামিরা হলেন- মুগদা থানার এসআই আবদুল কাদের, যাত্রাবাড়ী থানার দুই এসআই জসিম ও জামাল এবং যাত্রাবাড়ী থানার কনস্টেবল দেবাশীষ।
মামলার এজহারে উল্লেখ করা হয়, মুগদা থানার এসআই আবদুল কাদেরের মেয়ের সঙ্গে মামলার বাদিনী শিরিন আক্তারের ছোট ভাই ইমরানের ২০১৫ সালের ৪ অক্টোবর বিয়ে হয়। কিন্তু মেয়ের বাবা আবদুল কাদের এ বিয়ে মেনে নিতে পারেননি। তিনি ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় ইমরান আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, জামিন নেয়ার পর ইমরানকে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর রায় দেখা করতে বলেন। ইমরান যাত্রাবাড়ী থানায় গিয়ে এসআই জসিমের সঙ্গে দেখা করেন। এ সময় এসআই জসিম তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ইমরান চাঁদা দিতে অস্বীকার জানিয়ে থানা থেকে চলে আসে। এরপর ২০১৫ সালের ৩ ডিসেম্বর ইমরানকে আসামি আব্দুর কাদেরের বাসায় ডেকে এনে নির্মমভাবে নির্যাতন করে। এরপর মামলার বাদিনীকে ফোন করে কাদেরের বাসায় আসতে বলেন। বাদিনী তার বোন তাহমীনা আক্তারকে সাথে করে ওই বাসায় এলে আসামি কাদের, জসীম এবং জামাল তার হাত ধরে টানাটানি করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
বিষয়টি জানাজানি হলে তাদের গাড়িতে করে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসা হয়। যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকরও এ সময় বাদিনীর হাত ধরে টানাটানি এবং অশোভন আচরণ করেন।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/আরজেড/জেবি)