logo ১৩ মে ২০২৫
ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জানুয়ারি, ২০১৬ ১৫:১৪:৫১
image

ঢাকা: রাজধানীর রূপনগর এলাকা থেকে জাতীয় ছাত্রসমাজের সাবেক নেতা সৈয়দ মিজানুর রহমান হিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার দুপুরে মিরপুরের রূপনগর বকুলতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


মিজানুর রহমান জাতীয় ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক।


রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মান্নান জানান, শনিবার রাতে দুষ্কৃতিকারীদের হাতে খুন হন মিজানুর। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


একাধিক বিয়ের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর)