টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৬ ১৬:১৩:০৭
টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে দাবি করে বিজিবি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় চাঁদের গাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ।
তিনি জানান, বৃহস্পতিবার ওই এলাকায় যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়িতে পরিত্যক্ত একটি পলিথিন ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তখন এর কোন মালিক পাওয়া যায়নি। উদ্ধার ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)