logo ১৩ মে ২০২৫
গাজীপুরে বাসায় মিলল লাখ পিস ইয়াবা
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৬ ১২:১০:০৩
image

গাজীপুর: গাজীপুরের মৌচাকে একটি বাসায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।


বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, গভীর রাতে রাজধানীর মতিঝিল থেকে মাদকদ্রব্যসহ সঞ্জয় নামে একজনকে আটক করা হয়েছিল। তার দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে গাজীপুরের মৌচাকের একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এমআর)