logo ০৫ আগস্ট ২০২৫
বিষ খাইয়ে হত্যা, অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৬ ১৬:০৬:০২
image

ঢাকা: রাজধানীর শাহআলীতে ছেলেকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ওই সৎ বাবাকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রানার (১৬) লাশ উদ্ধার করে পুলিশ।


জানা গেছে, গতকাল সোমবার রাতে রানাকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃগ ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, বিষপানে রানার মৃত্যু হয়েছে।


রানার বড় ভাই রাজুর অভিযোগ, তার সৎ বাবা আব্দুস সালাম তাকে দুই দিন আগে বিষ খাইয়েছে। পরে তাকে হাসপাতালে নেয়ার পর মারা গেছে।  


মো. রানা (১৬) স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বর্তমান ঠিকানা ৫৬/ক উত্তর বিশিল, শাহআলী।


শাহ আলী থানার এসআই আতাউর রহমান জানান, সকাল ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে আটটার দিকে সে বিষপান করেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় রানার সৎ বাবা আব্দুস সালামকে আটক করা হয়েছে।


(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এএ/জেডএ)