শাহবাগে চাচাতো ভাইয়ের চোখে গুলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৬ ১২:১৩:০৫
ঢাকা: রাজধানীতে জমি বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ রতনকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহবাগের তোপখানা রোডে এ ঘটনা ঘটে।
আহত রতনের বড় ভাই আবুল খায়ের ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ সকাল সাড়ে ৯ টায় ২৬/এ/১ তোপখানা রোডে জমি বিরোধের জের ধরে চাচা জাকিরের হোসেনের সঙ্গে রতনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকিরের ছেলে হৃদয় ঘর থেকে লাইসেন্স করা পিস্তল এনে গুলি করলে রতনের ডাক চোখে গুলি লাগে।
তিনি জানান, ঘটনার পর প্রথমে রতনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/জেডএ)