গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৬ ১৬:৩১:৫০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ি আটকে চালক রজ্জব আলীকে গুলি করে ২৮ লাখ ৪৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ গাড়ি চালক ছাড়া আরও দুইজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তারা হলেন- নিরাপত্তা প্রহরী আবুল বাশার ও অ্যাকাউন্ট অফিসার রমিজ উদ্দিন। গুলিবিদ্ধ ও আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা জানান, দুপুরে তারা গাড়িতে করে ফতুল্লায় সোশ্যাল ইসলামী ব্যাংক শাখা হতে ২৮ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করে তাদের কোম্পানির নিজস্ব গাড়িতে করে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন।
পথে দুটি মোটরসাইকেলে করে ৪/৫ জন ছিনতাইকারী গাড়ি আটকানোর চেষ্টা করে। বাধা দিলে গাড়ি চালক হেকমত আলীকে গুলি ও অপর দুজনকে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ছিনতাইকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এমআর)