logo ২২ এপ্রিল ২০২৫
হাজারীবাগে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জানুয়ারি, ২০১৬ ১২:৫৬:৪৯
image

ঢাকা: রাজধানীর হাজারীবাগে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছেন মাসুম (২৫) নামের এক যুবক।  


আজ রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৫), তার স্ত্রী পারভীন আক্তার (৩৫), সন্তান সুজন (২২) ও সজল (১৮)।


জানা যায়, চরকঘাটার তাজু মিয়ার মার্কেটের সামনে তাদের একটি ছোট হোটেল আছে। এ হোটেলে প্রায় প্রতিদিনই বাকিতে চা-পুরি খেতেন স্থানীয় মাসুম। আজ সকালেও তিনি বাকি খেতে আসেন। একপর্যায়ে কথা কাটাকাটি হয়। এর পরই ধারালো চাপাতি দিয়ে সুজন ও সজলকে কোপায় মাসুম। তাদের বাঁচাতে জাহাঙ্গীর ও তার স্ত্রী পারভিন এগিয়ে এলে ওদেরকেও কুপিয়ে জখম করে মাসুম।


ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)