logo ১৩ মে ২০২৫
পল্লবীতে চা দোকানিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৬ ১৪:০০:০২
image

ঢাকা: রাজধানীর পল্লবীতে এক চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. সিরাজুল ইসলাম ভুট্টু (৪০)। আজ সোমবার ভোর পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার বড় বোনকে আটক করেছে পুলিশ।


পল্লবী থানার উপ-পরিদর্শক মো. ফারুক্কুজ্জামান মল্লিক ঢাকাটাইমসকে বলেন, আজ সোমবার ভোর পাঁচটার দিকে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পের, ১১ নম্বর সেকশনের ডি ব্লকের বাসা থেকে ভুট্টুর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলা ও কানের বামপাশে চারটা ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহ নিহতের স্ত্রী সাবিনা আক্তার ও বড় বোন ফেকিমিকে আটক করেছে পুলিশ।


ভুট্টু এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তিনি একটি চায়ের দোকান চালাতেন। তার পিতার নাম মৃত একরামুল হক।


(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এএ/জেবি)