logo ২২ এপ্রিল ২০২৫
ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় ছুরিকাঘাতে যু্বক নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জানুয়ারি, ২০১৬ ১২:৩৬:১১
image

চট্টগ্রাম: চট্টগ্রামে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় ছুরিকাঘাতে মামুন নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন ছিনতাইকারী।


সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানার মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত তিনজনসহ মোট আটজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।


নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা শাহ আলমের ছেলে।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছিনতাইয়ের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় উত্তেজনার বশে ছুরিকাঘাত করলে মামুন নামে একজন নিহত হয়। আহত হয় নেজাম, রুবেল ও হানিফ নামের তিন ছিনতাইকারী।


পরে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠ থেকে দুইজনকে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ছয়জনকে আটক করা হয়।


(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এমআর)