logo ২২ এপ্রিল ২০২৫
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৬:০১
image


ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) নিয়ে বিরূপ মন্তব্য ও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম বেল্লাহ আহম্মেদ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েক মাস আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় বেল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করে।

ডিবি দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান আরাফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এএ/মোআ)