গৃহবধূ নার্গিস হত্যা মামলায় গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৬ ১১:৫২:৫১
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূ নার্গিস আক্তার হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণ ও মোবাইল উদ্ধার করা হয়েছে খুদেবার্তায় জানানো হয়।
দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর নার্গিস খুন হন। ডাকাতের হামলায় তার মৃত্যু হয়েছে বলে গৃহবধূর স্বামীর পরিবারের পক্ষ থেকে প্রচার করা হলেও নিহতের বাবার পরিবারের অভিযোগ যৌতুকের জন্যই তাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতির নাটক সাজানো হয়েছে।
নিহত নার্গিস আক্তার চাঁদপুর সদর থানার গুলশা গ্রামের নুর মহাজনের মেয়ে। তিনি রাজধানীর কামরাঙ্গীচর থানার নয়াগাঁও এলাকায় মাজেদা ভিলার নিচ তলার এ/১ নম্বর ফ্লাটে থাকতেন।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এএ/এমআর)