logo ২২ এপ্রিল ২০২৫
অপহরণের ১৬ ঘণ্টা পর শিশু উদ্ধার
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৫:৩৮
image



সাভার (ঢাকা): সাভার থেকে অপহরণের ১৬ ঘন্টা পর সাড়ে চার বছরের এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে দুজনকে। প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি।






উদ্ধার হওয়া শিশুর নাম- শিহাব আহমেদ, সে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার সৌদি প্রবাসী সাব্বির আহমেদের ছেলে। আটক আলম শিশু শিহাবের চাচা বলে জানা গেছে।






রবিবার সকালে শিহাবকে মানিকগঞ্জের সিংগাইর জমিতা নামক এলাকা থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।






সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান, গতকাল (শনিবার) বিকালে শিশু শিহাব বাসার বাহিরে খেলতে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তার চাচা আলম। পরে তাকে শিশু শিহাবকে মানিকগঞ্জের জমিতা এলাকার নিজ বাড়িতে আটকে রাখে আলম। এরপর থেকে বিভিন্ন সময় মোবাইল ফোনে শিহাবের পরিবারের কাছে ১০ লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারী আলম ও তার সঙ্গীরা।






এই ঘটনায় শিহাবের পরিবার সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে শনিবার গভীর রাতে সাভার ব্যাংক টাউন এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত শিশুটির চাচা আলমকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আলমের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের জমিতা এলাকার একটি জমির প্রজেক্টের ঘর থেকে অপহৃত শিশু শিহাবকে উদ্ধার করা হয়।






শিশু শিহাবকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।






(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)