বর্ষবরণে নারী লাঞ্ছনা: ৯ মাস পর একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জানুয়ারি, ২০১৬ ১৬:৪২:২৯
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ উৎসবে নারীদের লাঞ্ছনার ঘটনার নয় মাস পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কামাল হোসেন।
গতকাল বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার হাজি দেওয়ান প্রথম লেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সাংবাদিকদের জানান, কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গত বছর ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসব চলাকালে নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে শাহবাগ থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়। পুলিশ সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত মোট আটজনকে শনাক্ত করে। এদের ছবিও প্রকাশ করা হয়। ধরিয়ে দিতে প্রত্যেকের জন্য এক লাখ পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু ঘটনার প্রায় ৯ মাস পর প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। সম্প্রতি এই ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি)