logo ২১ এপ্রিল ২০২৫
বেড়েছে ‍সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩৬:০৪
image



ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৩ কোটি টাকার। তবে উভয় বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।






ওয়েবসাইট সূ্ত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ৩৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় তিন কোটি টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে ৩৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।






আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির শেয়ার দর।






ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।






টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, ফু-ওয়াং সিরামিক, স্কয়ার ফার্মা, বিএসসি, ইউপিজিডিসিএল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।






আজ সিএএসপিআই সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির, দর কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।






(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/জেবি)