তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৫:৩০
ঢাকা: প্রশাসনে তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করে।এদের মধ্যে
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহেরকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বেগম মাহমুদা আক্তার মীনাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এমএম/ এআর/ ঘ.)