কৃষি সচিব হচ্ছেন আনোয়ার ফারুক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:২৫:১০
ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের সচিব হচ্ছেন একই মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার ফারুক।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে আনোয়ার ফারুকের নিয়োগ প্রায় চূড়ান্ত। এটি প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন।যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
সূত্র আরও জানায়, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে রয়েছেন। রবিবার তার দেশে আসার কথা রয়েছে।সবকিছু ঠিকঠাক থাকেল ওই দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
আনোয়ার ফারুক প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি একই মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক পদে কর্মরত আছেন।
তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষের স্থলাভিষিক্ত হবেন। শ্যামল কান্তি অবসরে যাচ্ছেন ১৯ ফেব্রুয়ারি।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমএম)