প্রবাসীকল্যাণ সচিব হতে পারেন বিএমইটির ডিজি শামছুন্নাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:০৪:৩৯
ঢাকা: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হচ্ছেন জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বেগম শামছুন্নাহারকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদ দেয়ার প্রস্তাব গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এখন এ প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।
প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের এই কর্মকর্তা চার বছরেরও বেশি সময় ধরে বিএমইটির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার ৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে যাওয়ার পর থেকেই পদটি শূন্য রয়েছে।
এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সেলিম রেজাকে বিএমইটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।
যেকোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়রি/এমএম/ এআর/ঘ.)