এনজিও ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৬:২৫
ঢাকা: পাঁচ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে আজ বুধবার।জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।এদের মধ্যে
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসাদুল ইসলামকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমানকে শিল্প মন্ত্রণালয়ে, বিসিকের পরিচালক বেগম রমা রাণী রায়কে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব বেগম রোকসানা মালেককে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এমআর/ এআর/ ঘ.)