logo ২৩ এপ্রিল ২০২৫
প্রবাসীকল্যাণ সচিব ইফতেখার চুক্তিতে নিয়োগ পাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৩:৩৬
image



ঢাকা: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারের চাকরি এক বছর বাড়ছে। তার অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে এক বছরের জন্য চুক্তিতে  নিয়োগ দেয়া হচ্ছে।






আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।






সোমবার (৮ ফেব্রুয়ারি) খন্দকার মো. ইফতেখার হায়দারের অবসরোত্তর ছটিতে যাওয়ার কথা ছিল।






একই সঙ্গে আরও দুজন কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দেয়া হচ্ছে। 






স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বাংলাদেশ  লোক  প্রশাসন প্রশিক্ষণ  কেন্দ্রের  (বিপিএটিসি) রেক্টর করা হচ্ছে। বর্তমান রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার ২৯ ফেব্রুয়ারি অবসরে যাবেন।






কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি কৃষি মন্ত্রণালয়ে সচিব শ্যামল কান্তি ঘোষের স্থলাভিষিক্ত হবেন। শ্যামল কান্তি  অবসরে যাচ্ছেন ১৯ ফেব্রুয়ারি।






 (ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এইচআর/মোআ)