অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলীকে সরিয়ে দেয়া হলো
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১২:২১
ঢাকা: নতুন বেতন কাঠামোয় বৈষম্য সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত কর্মকর্তা অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খানকে সরিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি অর্থবিভাগে বেতন ভাতা কাঠামো গঠনের মুল কাজ করছিলেন।
উল্লেখ্য, গত বছর ১৫ ডিসেম্বর নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।
এর পর থেকে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খানের বিরুদ্ধে রাজপথে সভা-সমাবেশ হয়।
এক পর্যায়ে ড. মোহাম্মদ আলী খানকে বিএনপিপন্থি অফিসার হিসাবে উল্লেখ করে মিছিলও করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/এইচআর/ এআর/ ঘ.)