logo ২৩ এপ্রিল ২০২৫
প্রশাসনের শীর্ষ পদে গুরুত্বপূর্ণ রদবদল আসছে?
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:২৭:১০
image



ঢাকা: প্রশাসনযন্ত্রের শীর্ষ পদে বড় রদবদল আসছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে বলে মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে।






মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে জনপ্রশাসন সচিব, বাণিজ্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে এই রদবদল হতে পারে।






নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রশাসনযন্ত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে।






বৃহস্পতিবার প্রশাসনের পদোন্নতি নিয়ে এসএসবি সভা রয়েছে। এরপরই গুরুত্বপূর্ণ এই রদবদলটি হতে পারে।






ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এইচআর/এআর)