প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জানুয়ারি, ২০১৬ ১৮:২৫:১৬

ঢাকা: প্রশাসনে এক উপসচিব এবং পাচঁ সিনিয়র সহকারী সচিব পদে রবদবল করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সার্বিক উন্নযন কর্মসূচি (সিভিডিপি) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (জেনারেল ম্যানেজার, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ঢাকায় বদলির আদেশাধীন) প্রকল্প পরিচালক মো. আলনুরী ফয়জুর রেজাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগপূর্বক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সংযুক্তি দেয়া হয়েছে।
ব্রাক্ষণবাড়িযা জেলার বাঞ্জারামপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-খাজা আলামীনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
নরসিংদী জেলার বেলাবো উপজেলা নির্বাহী অফিসার বেগম সুলতানা রাজিয়াকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম ঈশরাত জাহানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ-৩ শাখায় অধিশাখায় ন্যস্তকৃত সিনিয়র সহকারি সচিব শ্রাবন্তী রায়কে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সহকারী নির্বাহী কর্মকর্তা পদে বদলী করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিযর সহকারী সচিব মোহাম্মদ ইয়ামিন খান কে বিয়াম ফাউন্ডেশনে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এইচআর/এআর/ ঘ.)