logo ১৪ মে ২০২৫
বিটিআরসি পরিচালক জুবায়েরকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জানুয়ারি, ২০১৬ ১৯:০১:১২
image



ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মোল্লা মো. জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।






আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।






জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) উপপচিালক পদে প্রেষণে কর্মরত মেজর মো. মাহবুবুর রহমানকে সেনাবহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।






মেজর মো. জাকির হোসেনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশানালস এর ডেপুটি রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






শেখ খালিদকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ঢাকা সরকারি সংগীত কলেজে সহকারী অধ্যাপক (লোকসংগীত) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।






বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মো. হুমায়ুন আজাদ সরকারকে বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশানালস এর পিএসটু রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।






যুগ্মসচিব কর কমিশনার আল মামুনকে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পদে বদলি করা হয়েছে।






বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা স্বপন কুমার বসুকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনকের জুনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।






চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনক এর জুনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে থাকা নৌবাহিনীর কর্মকর্তা মো. নায়েব আলীকে প্রত্যাহার করা হয়েছে।






কর্নেল মো. শামীম আহসান জগলুলকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অফিস অব দি চিফ ইঞ্জিনিয়ারে এডিশনাল চিফ ইঞ্জিনিযার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।






এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিযর সহকারী সচিব সৈয়দ আসগর আলীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী সচিব পদে দেয়া হযেছে।






রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব (নন-ক্যাডার) টিএম মুসা তালুকদারকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী সচিব পদে দেয়া হযেছে।   






(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এইচআর/জেবি)