বিটিভির নাসির আহমেদের চুক্তির মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৬ ১৬:৩২:৫৯
ঢাকা:বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক বার্তা পদে নাসির আহমেদের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) বেগম শাহিদা আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পূ্র্বের শর্তে ২৮ ডিসেম্বর ২০১৫ থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক বার্তা পদে নাসির আহমেদের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হলো।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মো. ফেরদাউসুল শাহাবকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল এ কে এম আসিফ ইকবালকে প্রত্যাহার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এইচআর/এমআর)