লে. কর্নেল মহিউদ্দিন চসিকের প্রধান প্রকৌশলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৬ ২০:৩৭:৪৮

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মহিউদ্দিন আহমেদকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ দেয়া হযেছে। এ ছাড়া আরো কয়েকজন সামরিক-বেসামরিক কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর সৈয়দ আরিফুল ইসলামকে বাংলাদেশ জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনকের তৃতীয় প্রকৌশলী পদে। তিনি সেনাবাহিনীর কর্মকর্তা মো. আব্দুল মোতালেবের স্থলাভিষিক্ত হবেন।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ডা. মো. নুরুল হককে কমিশনের সচিবের একান্ত সচিব করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা বেগম জান্নাতুল ফেরদৌসকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়র সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
সচিবারয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব শুলশান আরাকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে দেয়া হয়েছে।
এ ছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পাঁচজন চিকিৎসককে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এইচআর/মোআ)