logo ২৪ এপ্রিল ২০২৫
পাঁচ সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৬ ১৬:২৭:৫১
image

ঢাকা: প্রশাসনে পাঁচ সচিব পদে রদবদল করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


ধর্মসচিব চৌধুরী বাবুল হাসানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিলকে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলামকে পরিকল্পনা বিভাগে, বিটিভির মহাপরিচালক আব্দুল মান্নানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।


এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. আব্দুর রব হাওলাদারকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এইচআর/এমআর)