শামস মাহমুদ বাংলাদেশে ইথিওপিয়ার কনস্যুলার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৬ ২১:৫৬:১৩
ঢাকা: শামস মাহমুদকে বাংলাদেশে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার অনারারি কনস্যুলার নিয়োগ দেয়া হয়েছে। গত ২ জানুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এ নিয়োগ দেয়া হয় বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ, ভারত, নেপাল ও থাইল্যান্ডে নিযুক্ত ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার রাষ্ট্রদূত গ্যানেট জুড, সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শামস মাহমুদ পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও পারভিন মাহমুদ এফসিএ-এর একমাত্র পুত্র। তিনি শাশা ডেনিমস লিমিটেড, শাশা গার্মেন্টস লিমিটেড ও শাশা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ও এনার্জিস পাওয়ার করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এইচআর/জেবি)