ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
আবুল কালাম আজাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, ৭ জানুয়ারি থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন।
১৯৮২-র নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম আজাদের আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ এই কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন।
২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান তিনি।
এর আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এইচআর/জেডএ)