জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক জয়নাল আবেদিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৫ ১৭:১১:৫৬
ঢাকা: জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হিসাবে মো. জয়নাল আবেদিন মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে তিনি ব্যাংকটির এইচআরডি’র উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে মহাব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে।
জয়নাল আবেদিন মিয়া ১৯৮৪ সালে জনতা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় একই বছর উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যাংকটির প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জয়নাল। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বৈলতলা গ্রামে জন্মগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)