logo ২৪ এপ্রিল ২০২৫
প্রশাসনে যুগ্মসচিব পদে ব্যাপক রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৫ ১৮:২১:০৭
image

ঢাকা: প্রশাসনে যুগ্মসচিব পদে ব্যাপক রদবদল করা হয়েছে।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


ওএসডি (যুগ্মসচিব) মো. ওমর ফারুককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক আবুল কালাম আজাদকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্নসচিব) সুজায়েত উল্লাহকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে,


জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব প্রাণেশ রঞ্জন সূত্রধরকে বাণিজ্য মন্ত্রণালয়ে, ওএসডি কর্মকর্তা রণজিত কুমার সেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইফতেখার উদ্দিনকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।


এছাড়া ইরান থেকে প্রত্যাগত যুগ্মসচিব কমাশির্য়াল কাউন্সিলর মো. আরিফুর রহমান অপুকে রেলপথ মন্ত্রণালয়ে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ইউজিসির হেকেপ প্রকল্পের সিনিয়র গ্রোগ্রাম অফিসার মো. মোস্তফাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।


এছাড়া procurement of Equipment for search and Rescue Operation for Earthquake and Other disasters (phase-2) শীর্ষক প্রকল্পের পরিচালক আহমেদ মোরশেদকে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, কপিরাইট অফিসের রেজিস্ট্রার হিসেবে বদলির আদেশাধীন জীবন চৌধুরীকে বিসিকের পরিচালক পদে বদলি করা হয়েছে।


এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলমকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ের শীর্ষক প্রকল্পের পরিচালক, বিসিকের পরিচালক পতিত পবন বৈদ্যকে কপিরাইট অফিসের রেজিস্ট্রার, ওএসডি কর্মকর্তা মো. আব্দুল মজিদ শাহ আকন্দকে গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীকে রাজশাহী ওয়াসার চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।


ওএসডি (যুগ্মসচিব) কর্মকর্তা মো. তসলীমুল ইসলামকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সিস্টেম ম্যানেজার, ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) আনিছ আহমেদকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব গাজী মো. আলী আকবরকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক, ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) ড. আব্দুস ছালামকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সিস্টেম ম্যানেজার, ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) জাফর ইকবালকে বি.সি.এস প্রশাসন একাডেমির পরিচালক, ওএসডি কর্মকর্তা মো. মোস্তাক হাসানকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক, ওএসডি কর্মকর্তা শহীদ হাসানকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সচিব, ওএসডি (যুগ্মসচিব) মোহাম্মদ মফিজুল হককে procurement of Equipment for search and Rescue Operation for Earthquake and Other disasters (phase-2) শীর্ষক প্রকল্পের পরিচালক পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এইচআর/এমএম)