প্রশাসনে তিন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৫ ২০:১৬:২৬
ঢাকা: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খন্দকার মনোয়ার মোর্শেদকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের (সংস্কার ও সমন্বয়) একান্ত সচিব পদে দেয়া হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব আবু হাসনাত মোহাম্মদে আরেফীনকে পরিকল্পনা কমিশনের সদস্যের একান্ত সচিব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম মাকসুদা ইয়াসমিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এইচআর/এমএম)