logo ২৪ এপ্রিল ২০২৫
প্রশাসনে ১৩ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৮:২৭
image

ঢাকা: প্রশাসনে ১৩ উপসচিব পদে রদবদল করা হয়েছে।রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগ, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব বেগম শামীম সারা খানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান কাগজীকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা


কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামানকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমআরটিডিপি) জেনারেল ম্যানেজার ভোলানাথ পালকে ওএসডি করা হয়েছে।


বরিশালের গুচ্ছগ্রাম ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রকল্পের আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. মশিউর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের উপপরিচালক করা হয়েছে।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব খ ম রফিকুল ইসলামক এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপসচিব মো. ইকবাল হোসেনকে ওএসডি করা হয়েছে।


পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব তপন কুমার সাহাকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক করা হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব জালাল উদ্দিন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সচিব হিসাবে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. কাইয়ুম আরা বেগমকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।


জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রধান প্রশিক্ষক মো. মনিরুজ্জামানকে ডিএমআরটিডিপির অর্থ ও হিসাব বিভাগের জিএম পদে বদলি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।


মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত হোসেনকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের পরিচালক করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এইচআর/এমআর)